গোপালগঞ্জ থেকে অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাশপুর ব্রিজের ওপর থেকে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন একিন ওরফে সুমন প্যাদা, জাহাঙ্গীর খান, নুর মোহাম্মদ ও সেলিম। তারা সবাই বরগুনা জেলার বাসিন্দা।
তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতি করা টাকা, মোবাইল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।
গোপালগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংঘবদ্ধ একটি ডাকাত দল দীর্ঘদিন ধরে ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন মহাসড়ক ও সড়কে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গোপালগঞ্জ সদর থানায় চারজনের বিরুদ্ধে ডাকাতির মামলা করা হয়েছে।