বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাঁধ কেটে তরমুজক্ষেত ‌নষ্ট করার অভিযোগ 

  •    
  • ৩০ মার্চ, ২০২১ ২০:৪৫

গত রোববার রাতে একই এলাকার মিজানুর নামের এক ব্যক্তি বাঁধটি কেটে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তরমুজের ক্ষেতে জোয়ারের পানি প্রবেশ করলে বিষয়টি নিয়ে মিজানুরের সঙ্গে মোজাম্মেল  ও আনিসের তর্ক হয়। তর্কের জেরে ক্ষুব্ধ হয়ে ফের সোমবার রাতে মিজানুর খালটির বাঁধ কেটে দেন।

বরগুনা সদর উপজেলার পাঁঠাকাটা খালের বাঁধ কেটে প্রায় তিন একর জমির তরমুজ নষ্ট করার অভিযোগ উঠেছে।

তর্কের জেরে একই এলাকার মিজানুর রহমান নামের এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন বলে ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়নের কৃষি কর্মকর্তা (ব্লক সুপারভাইজার) ক্ষতিগ্রস্ত তরমুজক্ষেত পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত তরমুজচাষি মোজাম্মেল হোসেন ও আনিস নামের দুজন কৃষক নিউজবাংলাকে জানান, তারা যে মাঠে তরমুজের আবাদ করেছেন, ওই মাঠের মধ্য দিয়ে একটি খাল প্রবহমান। চাষাবাদের সুবিধার্থে এলাকার কৃষকরা এই খালের পানি ব্যবহার করেন। তরমুজের ফলন শুরু হওয়ার পর জোয়ারের পানি এসে যাতে তরমুজ নষ্ট করতে না পারে সে কারণে সম্প্রতি এলাকার কৃষকরা সিদ্ধান্ত নিয়ে খালটি আটকে দেন।

গত রোববার রাতে একই এলাকার মিজানুর বাঁধটি কেটে দেন। এতে তরমুজের ক্ষেতে জোয়ারের পানি ঢুকলে বিষয়টি নিয়ে মিজানুরের সঙ্গে মোজাম্মেল ও আনিসের তর্ক হয়।

তর্কের জেরে মিজানুর সোমবার রাতে খালটির বাঁধ আবার কেটে দেন। এতে জোয়ারের পানি ঢুকে তরমুজক্ষেত প্লাবিত হয়।

আনিসুর রহমান বলেন, ‘আমার দুই একর জমিতে প্রায় ৩ লাখ টাকা খরচা করে তরমুজের আবাদ করেছি। গাছে কেবল তরমুজের ফলন শুরু হয়েছে। এ অবস্থায় জোয়ারের পানি প্রবেশ করায় গোটা মাঠ প্লাবিত হয়ে তরমুজগুলোতে পচন ধরেছে।’ মোজাম্মেল বলেন, ‘বিষয়টি আমরা কৃষি কর্মকর্তাকে জানিয়েছি। তিনি এসে দেখে গিয়েছেন।’

যোগাযোগ করা হলে মিজানুর বলেন, ‘রাতের আঁধারে কারা বাঁধ কেটেছে আমার জানা নেই।’ অভিযোগ মিথ্যে দাবি করে তিনি বলেন, ‘তদন্ত করা হোক, দোষী সাব্যস্ত হলে আমি শাস্তি মেনে নেব।’

সদর ইউনিয়ের কৃষি কর্মকর্তা আশিষ কুমার জানান, ‘আমি ওই এলাকার তরমুজের মাঠ পরিদর্শন করেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। ক্ষতিগ্রস্ত কৃষক আইনি ব্যবস্থা নিলে আমরা সহায়তা করব।’

এ বিভাগের আরো খবর