বাগেরহাটে খালের পানিতে ডুবে তাজউদ্দীন নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে বাগেরহাট সদর উপজেলার চরগ্রাম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম নিউজবাংলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত তাজউদ্দীন চরগ্রাম এলাকার নোভেল হাওলাদারের ছেলে।
নোভেল হাওলাদার বলেন, বাড়ির উঠোনে খেলছিল তাজ। দুপুর ১২টার দিকে হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তাদের বাড়ির পাশের স্লুইস গেট সংলগ্ন খালে তাজের দেহ ভেসে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাজকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি কে এম আজিজুল ইসলাম।