ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রমৈত্রীর মানববন্ধনে আবারও হামলা চালিয়েছে ছাত্রলীগের কর্মীরা।
বুধবার বিকেল ৪ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসিরকে চড় মারা হয় ও তার গায়ের পাঞ্জাবি টেনে ছিড়ে ফেলা হয়।
মানববন্ধনে হামলার শিকার ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির নিউজবাংলাকে জানান, ২৩ মার্চ প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগ কর্মীদের হামলার প্রতিবাদে বুধবার তারা মানববন্ধন করছিলেন। এ সময় ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়ে তাদের ব্যানার ও পোস্টার ছিনিয়ে নেয় এবং তাকে চড় মেরে তার গায়ের পাঞ্জাবি টেনে ছিড়ে ফেলে।
এ ছাড়া জেলা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক সানিউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মো. জিহাদ ও কার্যকরী সদস্য মুহয়ী শারদকে লাঞ্ছিত করেছে ছাত্রলীগের কর্মীরা।
মানববন্ধনে উপস্থিত থাকা জেলা যুব মৈত্রীর আহবায়ক নাসির মিয়া জানান, মানববন্ধন চলাকালীন ছাত্রলীগের নেতাকর্মীরা এসে ‘ছাত্রলীগের সন্ত্রাসী কী দেখসস’ এই বলে আন্দোলনকারীদের ব্যানার ও পোস্টার ছিনিয়ে নেয়। তারা জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসিরের পাঞ্জাবি টেনে ছিড়ে ফেলে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, ‘মারধর করা বা ব্যানার ছিনিয়ে নেয়া -এ রকম কিছুই হয়নি। একই সময় একই জায়গায় ফেসবুকে বীর মুক্তিযোদ্ধাদের কটাক্ষের প্রতিবাদে একটি মানববন্ধনের কর্মসূচি থাকায় ছাত্রমৈত্রীর সদস্যদের সরিয়ে দেয়া হয়।’