বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘরে ঘরে পতাকা বিলাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা রোকেয়া 

  •    
  • ২৪ মার্চ, ২০২১ ১৮:৫৯

জেলার একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগমের বাড়ি জেলার তেঁতুলিয়া উপজেলাধীন শালবাহান ইউনিয়নের মুনিগছ এলাকায়। তিনি মাত্র ১৫ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ওই সময় ৬ নম্বর সেক্টরের অধীন এ অঞ্চলের খবর আনা-নেয়া, অস্ত্র বহন ও খাবার পৌঁছে দেয়ার মতো ঝুঁকিপূর্ণ কাজগুলো করেছেন তিনি।

ঘরে ঘরে পতাকা বিতরণ করে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গল্প শোনানোর উদ্যোগ নিয়েছেন পঞ্চগড়ের একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম।

জেলা শহরের রওশনাবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করেন তিনি।

এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও রওশনাবাগ সরকারী প্রাথমিক বিদ্যায়লের ম্যানেজিং কমিটির সভাপতি রেজিয়া ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সাদেকা আক্তার জাহান, ছাত্রলীগের সহসভাপতি তোফায়েল ইসলাম তরুণসহ অন্যরা।

জেলার একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগমের বাড়ি জেলার তেঁতুলিয়া উপজেলাধীন শালবাহান ইউনিয়নের মুনিগছ এলাকায়।

তিনি মাত্র ১৫ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ওই সময় ৬ নম্বর সেক্টরের অধীন এ অঞ্চলের খবর আনা-নেয়া, অস্ত্র বহন ও খাবার পৌঁছে দেয়ার মতো ঝুঁকিপূর্ণ কাজগুলো করেছেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম তার নেয়া নতুন উদ্যোগ সম্পর্কে বলেন, ‘আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করিছি৷ নারী হয়েও দেশের জন্য যুদ্ধ করিছি আমি। কিন্তু এখন আমি দেখতিছি, অনেক শিশু ও নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্পর্কে জানে না এবং অনেকে আছে পতাকা কিনার সামর্থ্য নেই।

‘তাই আমি উদ্যোগ নিছি আমি জেলার বিভিন্ন এলাকায় গিয়ে নতুন প্রজন্মকে মুক্তিযু্দ্ধের গল্প শুনাবো এবং জাতীয় পতাকা ও ফেস্টুন বিতরণ করব। যদিও আগে থেকে এই কাজ করতিছি, তবে আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে এ কাজ শুরু করলাম। আমি যতদিন বেঁচে থাকবো এ কাজ করি যাবো।’

এদিকে জাতীয় পতাকা ও ফেস্টুন পেয়ে আনন্দে উল্লসিত শিশুরা জানায়, তারা এই পতাকা হাতে নিয়ে স্বাধীনতা দিবস পালন করবে।

এ বিভাগের আরো খবর