বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইকোপার্কে গেল গন্ধগোকুল

  •    
  • ২৪ মার্চ, ২০২১ ১৫:১০

লাকসামের কালিয়াচোঁ গ্রামের জয়নাল আবেদীন জানান, পোষা কবুতরকে খুঁজতে গিয়ে তিনি টের পান বিড়ালের মতো দেখতে একটি প্রাণী সেটি খেয়ে ফেলেছে। বাড়ির পাশের নারকেল গাছ থেকে মঙ্গলবার সকালে প্রাণীটি আটক করেন তিনি।

কুমিল্লার লাকসামে পাওয়া বিপন্ন প্রজাতির গন্ধগোকুলকে জেলার রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

লাকসামের কালিয়াচোঁ গ্রামের একটি নারকেল গাছে মঙ্গলবার সকালে গন্ধগোকুলটি দেখতে পায় স্থানীয় লোকজন।

কালিয়াচোঁ গ্রামের জয়নাল আবেদীন নিউজবাংলাকে জানান, পোষা কবুতরকে খুঁজতে গিয়ে তিনি টের পান বিড়ালের মতো দেখতে একটি প্রাণী সেটি খেয়ে ফেলেছে। বাড়ির পাশের নারকেল গাছ থেকে মঙ্গলবার সকালে প্রাণীটি আটক করেন তিনি। স্থানীয়দের সহযোগিতায় সেটিকে খাঁচায় বন্দি করেন।

প্রাণীটির খাঁচায় বন্দি ছবি ফেসবুকে দেয় স্থানীয়রা। সেই ছবি দেখে মোশাররফ হোসেন নামের এক যুবক এটিকে গন্ধগোকুল হিসেবে শনাক্ত করে বনবিভাগকে খবর দেন।

জেলার সামাজিক বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, ‘গন্ধগোকুল নিশাচর প্রাণী। বনজঙ্গলে থাকে। বনজঙ্গল কমে যাওয়ায় খাদ্যের সন্ধানে লোকালয়ে এটি চলে আসে। মঙ্গলবার আটক গন্ধগোকুলটি বিপন্ন প্রজাতির। আমরা সেটিকে আজ (বুধবার) দুপুরে রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করছি।’

এ বিভাগের আরো খবর