ভেজাল কীটনাশক বিক্রির দায়ে বরগুনার দুই দোকান মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে বরগুনা বাজারের নজরুল ইসলাম সড়কে এ অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স মা ট্রেডার্স ও লিজা এন্টারপ্রাইজ থেকে চার লাখের বেশি টাকার ভেজাল কীটনাশক জব্দ করা হয়। পরে দোকান দুটি সিলগালাও করা হয়।
মা ট্রেডার্সের মালিক মো. ইব্রাহিম এবং লিজা এন্টারপ্রাইজের মালিক মো. মোতাহার মোল্লা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার সদর ইউনিয়নের বাঁশবুনিয়া এলাকার কৃষক মো. রাসেল মা ট্রেডার্স থেকে কীটনাশক কিনে তার তিন একর জমিতে প্রয়োগ করেন। এতে তিন একর জমির ফসলই নষ্ট হয়ে যায়।
এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘ফসল নষ্ট হওয়ার পর ক্ষতিগ্রস্ত কৃষক রাসেল আমাদের শরণাপন্ন হন। পরে আমরা নিশ্চিত হই, তার প্রয়োগ করা কীটনাশকে ভেজাল ছিল। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হলে আজ মোবাইল কোর্ট পরিচালিত হয়।’
বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘অভিযানে মা ট্রেডার্সের মালিক মো. ইব্রাহীমকে ২০ হাজার টাকা ও লিজা এন্টারপ্রাইজের মালিক মো. মোতাহার মোল্লাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ৪ লাখের বেশি টাকার ভেজাল কীটনাশক জব্দের পাশাপাশি দোকান দুটি সিলাগালা করা হয়েছে।’
জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট নিয়মিত পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।