কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে মাহমুদুল হক নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের থমতলা গ্রামে মাহমুদুল হকের নিজ বাড়ির পাশের রাস্তা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ।
নিহত মাহমুদুল হক ((৩৯) কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মাদরাসা পাড়ার মৃত আবদু ছমদের ছেলে।
তিনি গত পাঁচ বছর ধরে পরিবার নিয়ে খুটাখালীর ফুলছড়ির জুমনগর ৪নম্বর প্লটের পাহাড়ে বসবাস করছিলেন। পেশায় দিনমজুর ছিলেন তিনি। সেখানে তার একটি দোকানঘরও রয়েছে। তিনি এমপি নামে এলাকার সবার কাছে পরিচিত।
তবে কারা তাকে হত্যা করতে পারে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারছে না পরিবার ও পুলিশ।
নিহতের স্বজনেরা জানান, রোববার রাতে মাহমুদুল হক বাড়িতে ফেরেননি। ওই রাতেই কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে থমতলা গ্রামের ওই রাস্তায় ফেলে রেখে যায়।
সোমবার ভোরে রাস্তায় গলাকাটা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। তার মরদেহের পাশে মোবাইল ফোন ও পায়ের স্যান্ডেল পড়ে ছিল। দুপুরের দিকে চকরিয়া থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মুহাম্মদ জুবায়ের জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চকরিয়া থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ওই দিনমজুরকে কী কারণে গলা কেটে হত্যা করা হয়েছে সেই রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ময়না তদন্তের রিপোর্ট আসলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।