হালদায় অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার ঘের জাল জব্দ করেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের নেতৃত্বে রোববার দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
ইউএনও রুহুল আমিন নিউজবাংলাকে বলেন, ‘হালদায় এপ্রিল থেকে শুরু হচ্ছে মা মাছের ডিম ছাড়ার মৌসুম। এ সময় যেন কেউ মা মাছ ধরতে না পারে, সেটি নিশ্চিত করতে অভিযান চালানো হচ্ছে।’
তিনি বলেন, ‘দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হওয়ায় হালদায় মাছ ধরা নিষিদ্ধ। তবু কিছু জেলে নিষেধ অমান্য করে গোপনে মাছ ধরার চেষ্টা করেন। প্রজনন মৌসুমে কর্ণফুলী থেকে মা মাছ হালদায় আসে বলে এসব জেলেদের তৎপরতা বেড়ে যায়।’
ইউএনও বলেন, ‘মা মাছ শিকারের জন্য এসব জেলের কাছে ঘের খুবই কার্যকর অস্ত্র। তাই মা মাছ নিধনরোধে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চলবে।’