পায়ের স্যান্ডেলে লুকিয়ে সোনা পাচার চেষ্টার অভিযোগে যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন রাজবাড়ি বালিয়াকান্দি উপজেলার খালখোলা গ্রামের বাসিন্দা আক্তার হোসেন মন্ডল ও সদর উপজেলার হোগলাডাংগী গ্রামের বাসিন্দা হোসেন মিজি।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শরীয়তপুর থেকে বেনাপোলগামী একটি বাসে সোনা চোরাচালান হবে।
শনিবার দুপুরে বাহাদুরপুর এলাকায় বাসটি থামানো হয়। এসময় দুই যাত্রীকে তল্লাশি করে পায়ের স্যান্ডেলে লুকানো অবস্থায় ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘এগুলোর ওজন ৪ কেজি ৫৪০ গ্রাম। বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।
লে. কর্নেল সেলিম রেজা জানান, আটকরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে বেনাপোল নিয়ে আসা হচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।