বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মদনটাকের ডেরায় আনন্দের বন্যা

  •    
  • ২০ মার্চ, ২০২১ ২২:৫৪

বন্যপ্রাণী পরিদর্শক আনিছুর রহমান বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি মদনটাক উদ্ধার করে আনা হয়েছিল। পার্কের বেষ্টনীতে পাখিটিকে তার প্রাকৃতিক পরিবেশ তৈরী করে দেয়ায় বাড়ছে সদস্য সংখ্যা। নতুন ছানা নিয়ে এই সংখ্যা পৌঁছেছে ৯টিতে। 

এক সময় দেশের প্রায় সব জেলাতেই দেখা মিলত মদনটাক পাখির। কালের বিবর্তনে পাখিটি এখন মহাবিপন্নের তালিকায়। সেই মদনটাকের দুটি ছানা ফুটেছে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক আনিছুর রহমান জানান, এর মধ্যে প্রথম ছানাটি ফোটে গত মঙ্গলবার, দ্বিতীয়টি ফোটে শুক্রবার।

তিনি বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি মদনটাক উদ্ধার করে আনা হয়েছিল। পার্কের বেষ্টনীতে পাখিটিকে তার প্রাকৃতিক পরিবেশ তৈরী করে দেয়ায় বাড়ছে সদস্য সংখ্যা। নতুন ছানা নিয়ে এই সংখ্যা পৌঁছেছে ৯টিতে।

আনিছুর রহমান বলেন, ‘মদনটাক সাধারণত বড় বিলের কাছে, নদীর মোহনায় বাস করে। তবে আমাদের দেশ ছাড়া অন্য দেশে এই পাখি খুব একটা দেখা যায় না। স্থানীয়রা অনেকেই একে হারগিলাও বলে থাকে।’

তিনি বলেন, ‘আমাদের দেশে বিলুপ্ত হয়ে গেলেও সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে মাঝেমধ্যে এর দেখা মেলে। ইতোমধ্যেই সিঙ্গাপুর ও চীন থেকে এরা বিলুপ্ত হয়ে গেছে।’

কথাসাহিত্যিক, কলামিস্ট ও বন্যপ্রাণীবিদ আলম শাইন বলেন, ‘সাফারি পার্কের বেষ্টনীতে বন্ধ পরিবেশে মহাবিপন্নের তালিকায় থাকা মদনটাকের ছানা ফোটা একটি ভালো দিক। এভাবে চলতে থাকলে এক সময় হয়তো এই পার্ক থেকেই মদনটাক পরিবেশে ফিরতে পারবে।’

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, ‘আমাদের দেশে জলবায়ু পরিবর্তন, বসবাসের জায়গা নষ্ট, ফুড চেইনে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় মদনটাকের অস্তিত্ব আজ মহাবিপন্নের তালিকায়। সাফারি পার্কে মদনটাকের ডেরায় এ মৌসুমে একটি স্ত্রী মদনটাক তিনটি ডিম দিয়েছিল, সেটি থেকে দুটি ছানা হয়েছে। আমাদের আশা আরও একটি ছানা হবে।’

এ বিভাগের আরো খবর