নদী পড়া ১০ বছর বয়সী ছেলেকে বাঁচাতে গিয়ে ডুবে মরলেন বাবাও।
নরসিংদীর মনোহরদীতে শুক্রবার দুপুরে ব্রহ্মপুত্র নদে এই দুঘর্টনা ঘটেছে বলে জানান মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
মৃত ব্যক্তিরা হলেন দীঘাকান্দি গ্রামের কৃষক মো. জাকারিয়া ও তার স্কুলপড়ুয়া ছেলে সাজেদুল ইসলাম সাজিদ।
প্রতক্ষ্যদর্শী ও স্বজনদের বরাত দিয়ে এসআই আমিনুল বলেন, গ্রামের পাশে সনমানিয়া এলাকায় বোরোধানের একটি ক্ষেতে কাজ করতেন জাকারিয়া। শুক্রবার সেখানে যাওয়ার জন্য ছেলেকে নিয়ে কলাগাছের ভেলায় চড়ে রওনা হন তিনি।
এ সময় অসাবধানতাবশত সাজিদ ভেলা থেকে পড়ে ডুবে যায়। তাকে উদ্ধারের জন্য জাকারিয়াও নদে ঝাঁপ দেন। দুজনই তলিয়ে যান পানিতে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।