হালদা নদীতে অভিযানে পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ ছাড়া তিনটি বালু উত্তোলনকারী নৌকা ধ্বংস এবং একটির মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র ও বঙ্গবন্ধু মৎস হেরিটেজ হালদায় মা মাছ রক্ষায় শনিবার সারা দিন অভিযান চালিয়েছে চট্টগ্রামের হাটহাজারি উপজেলা প্রশাসন।
অভিযানে পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ ছাড়া তিনটি বালু উত্তোলনকারী নৌকা ধ্বংস এবং একটির মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন নিউজবাংলাকে জানান, সর্তার ঘাট থেকে কালুরঘাট হালদা নদীর মুখ পর্যন্ত এ অভিযান চালানো হয়।
মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি।
প্রতি বছরের এপ্রিলের দিকে হালদায় ডিম ছাড়া শুরু করে মা মাছ। ডিম ছাড়া শুরু হওয়ার আগেই তাই মা মাছ ধরা বন্ধ করতে চায় প্রশাসন।