গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে সফররত ভারতীয় নৌবাহিনীর একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ভারতীয় নৌবাহিনীর কমোডর মহাদেব গোবর্ধন রাজুর নেতৃত্বে প্রতিনিধিদলটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বঙ্গবন্ধু কমপ্লেক্সে রাখা মন্তব্য বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে তারা জাতির পিতার পৈতৃক বাড়ি, জাদুঘর ও লাইব্রেরি পরিদর্শন করেন।
এ সময় তার সফরসঙ্গী ভারতীয় যুদ্ধজাহাজের অধিনায়ক কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রী ও গৌরব দুর্গাপাল এবং ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা ছাড়াও বাংলাদেশ নৌবাহিনী খুলনা নেভাল অ্যারিয়া কমান্ডার আরিফুল ইসলাম, কমান্ডার মো. মোস্তফা কামাল এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।