কক্সবাজারের চকরিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মহেশখালীপাড়া এলাকায় শুক্রবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন চকরিয়ার বরইতলী ইউনিয়নের মো. ছোটন ও রামু উপজেলার গর্জানিয়া এলাকার শামসুল আলম।
এ ছাড়া আহত মো. ফারুক রামুর বাড়ি গর্জানিয়া এলাকায়। তারা বানিয়ারছড়ায় গ্রিলের দরজা-জানালা তৈরির একটি দোকানে কাজ করতেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার বিকেলে ওই তিন যুবক মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। রাতে কর্মস্থলে ফেরার সময় বানিয়ারছড়ার আমতলী এলাকায় তাদের মোটরসাইকেলটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই ছোটনের মৃত্যু হয়।
তারা আরও জানান, আহত অন্য দুজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শামসুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফারুকের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক। তাকে আটকের চেষ্টা চলছে।