কক্সবাজারের উখিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম জাফর আলম।
সোমবার বিকেলে উখিয়া বালুখালী কাস্টমস এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাবের ভাষ্যমতে, জাফর আলম একজন মাদক কারবারি। বাড়ি উখিয়া বালুখালী এলাকায়।
কক্সবাজার র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিউজবাংলাকে জানান, সোমবার বিকেলে একটি দল মাদক বিক্রির উদ্দেশ্যে বালুখালী কাস্টমস এলাকার অবস্থান নেয়। খবর পেয়ে সেখানে অভিযানে যান র্যাব সদস্যরা।
তাদের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন।
একপর্যায়ে মাদককারবারিরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই মাদককারবারিকে উদ্ধার করা হয়। তাকে প্রথমে উখিয়া এমএসএফ হাসপাতালে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ৮ হাজার ইয়াবা, একটি এমএম-নাইন মডেলের বিদেশি পিস্তল ও দুটি গুলি এবং একটি কিরিচ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অন্য কারবারিদের আটকে র্যাবের আরেকটি আভিযানিক দল চেষ্টা চালাচ্ছে।
এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।