কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে সোমবার গভীররাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
বিজিবি বলছে, রাত ৩টার দিকে শাহপরীর দ্বীপ পূর্ব ও দক্ষিণ জালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৫২ হাজার ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ইয়াবা কারবারি ছিলেন। তাদের ধারণা, তিনি মিয়ানমারের নাগরিক।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান মঙ্গলবার নিউজবাংলাকে জানান, সোমবার রাতে টেকনাফ ব্যাটালিয়ন সদরের সার্ভার রুমের সার্ভেইল্যান্স সিস্টেমে দেখা যায় শাহপরীর দ্বীপের দক্ষিণ সীমান্ত থেকে নাফ নদীর শূন্যরেখার দিকে নৌকায় কয়েকজন আসছেন।
তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে ওই এলাকার বিশেষ টহল কমান্ডারকে বিষয়টি জানানো হলে বিজিবির টহলদল সেখানে যায়। এ সময় উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা লোকেরা বিজিবি সদস্যদের উপর গুলি চালায়। এতে বিজিবির এক সদস্য আহত হন। পরে বিজিবির টহলদলও পাল্টা গুলি চালায়। এ সময় নৌকায় থাকা এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পানিতে পড়ে যান।
বিজিবি কর্মকর্তা ফয়সল আরও জানান, মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে গোলাগুলির শব্দ থামার পর তল্লাশি করা হয়। সকাল সাড়ে ৬টার দিকে শাহপরীর দ্বীপের স্থানীয় লোকজন বিজিবিকে জানায়, নাফ নদীর পাড়ে একজনের মরদেহ পড়ে আছে।
পরে টেকনাফ মডেল থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল ফয়সল।
থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।