ময়মনসিংহে অভিযান চালিয়ে মোকসেদ আলী নামে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব।
সোমবার র্যাব-১৪-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক মোকসেদের বাড়ি নগরীর চরকালিবাড়ী এলাকায়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ নগরীর পাটগুদাম ব্রিজ সংলগ্ন জয় বাংলা চত্বর থেকে রোববার অভিযান চালিয়ে প্রতারক মোকসেদকে আটক করে।
এ সময় তার কাছ থেকে পুলিশের শার্ট, প্যান্ট, দুটি ক্যাপ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ক্যাপ, বাঁশি, চাবির রিং, পুলিশের মোটরসাইকেলের একটি অ্যার্লাম হর্ন, পুলিশের জুতা, মোটরসাইকেল ও দুই হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১৪ এর উপ-অধিনায়ক মেজর ফজলে রাব্বি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোকসেদ দীর্ঘদিন ধরে ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় পুলিশের পোশাক পরা অবস্থায় এবং সাদা পোশাকে পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে গ্রেপ্তারের ভয় দেখাতেন। ইজিবাইক ও সিএনজি চালকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতও করতেন তিনি।’
এ ঘটনায় নগরীর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, মোকসেদের বিরুদ্ধে মামলা করেছে র্যাব। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।