নারায়ণগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে আগুনে পুড়ে গেছে জাহাজের বিভিন্ন মালামাল।
শহরের খানপুর এলাকার ওই গুদামে শনিবার বেলা আড়াইটার দিকে আগুন লাগে। আধ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন নিউজবাংলাকে জানান, গুদামের ওপরে টিনের চাল মেরামতের জন্য ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। আগুনের শিখা গুদামের ভেতরে পড়ে। সেখান থেকেই আগুনের সূত্রপাত।
বিআইডব্লিউটিএর সংরক্ষণ কর্মকর্তা মো. শাহাবুদ্দিন নিউজবাংলাকে জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গুদামে থাকা জাহাজের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এখনও ক্ষয়ক্ষতির হিসাব করা হয়নি।