ব্রাহ্মণবাড়িয়ায় আগুন পোহাতে গিয়ে শাহিলা নামের সাত বছরের এক শিশু গুরুতর দগ্ধ হয়েছে। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।
বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আহত শাহিলা কিশোরগঞ্জ জেলার আরশ মিয়ার মেয়ে। সে মা-বাবার সঙ্গে খাঁটিহাতা গ্রামে ভাড়া বাড়িতে থাকে।
বাড়ির মালিক এমদাদ নিউজবাংলাকে বলেন, দুপুরে শাহিলাকে ঘরে একা রেখে তার মা পাশের বাসায় যান। ওই বাড়ির নিচ তলায় সবার রান্নার গ্যাসের চুলার ব্যবস্থা করা আছে। মা ঘর থেকে বের হওয়ার পরই শাহিলা চারতলা থেকে নিচে নেমে চুলার সামনে আগুন পোহাতে যায়। একপর্যায়ে তার শরীরে আগুন লেগে যায়। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এবিএম মুসা চৌধুরী জানান, আগুনে মেয়েটির শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।