রোববার ছুটির পর মেয়েটিকে মাদ্রাসায় বসতে বলে যৌন হয়রানি করেন মাদ্রাসাটির শিক্ষক। শিশুটি বাড়ি ফিরে ঘটনা পরিবারকে জানায়। শিশুটির খালা মঙ্গলবার মামলা করেন।
কক্সবাজারের মহেশখালীতে এক মাদ্রাসার শিশুছাত্রীকে যৌন হয়রানি করার মামলায় মনির উদ্দীন নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় মনিরকে আদালতে নেয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠান।
নিউজবাংলাকে এসব তথ্য জানান মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই।
তিনি জানান, মহেশখালীর শাপলাপুরের এক মেয়ে শিশু এলাকার এক মাদ্রাসায় আরবি শিখতে যায়। রোববার ছুটির পর মেয়েটিকে মাদ্রাসায় বসতে বলে যৌন হয়রানি করেন মাদ্রাসাটির শিক্ষক মনির উদ্দীন। শিশুটি বাড়ি ফিরে এ ঘটনা পরিবারকে জানায়। শিশুটির খালা মঙ্গলবার থানায় মামলা করেন।
মঙ্গলবার সন্ধ্যায় মনির উদ্দীনকে ওই মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয় বলেও জানান ওসি।