বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মন্দি‌রে প্রতিমার সোনার অলংকার চুরি

  •    
  • ১ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:০২

মন্দির কমিটির সহসভাপতি দেবাশীষ দাস জানান, সকালে পুরোহিত মন্দির খুলে কালী প্রতিমার মুকুটসহ সোনার অলংকার দেখতে না পেয়ে পুলিশকে খবর দেন।

বরিশালের উজিরপুরে একটি মন্দির থেকে প্রতিমার গায়ে থাকা ৩০ ভরি সোনার অলংকার চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার শিকারপুরে উগ্রতারা মন্দিরে রোববার মধ্যরাতে এ চুরির ঘটনা ঘটে।

মন্দির কমিটির সহসভাপতি দেবাশীষ দাস জানান, সকালে পুরোহিত মন্দির খুলে কালী প্রতিমার মুকুটসহ সোনার অলংকার দেখতে না পেয়ে পুলিশকে খবর দেন।

পুরোহিত শিবনাথ গাঙ্গুলি বলেন, ‘রাতে মন্দিরে ঠাকুর পূজা দিয়ে তালা লাগিয়ে ঘরে ফিরে যাই। সকালে পূজা দিতে এসে কোনো সোনার অলংকার দেখতে না পেয়ে কমিটির লোকদের জানাই। মন্দিরের কোনো দরজা ভাঙা পাওয়া যায়নি, সিসিটিভির ক্যামেরাগুলো ঘুরিয়ে দেয়া হয়েছে। এটা কীভাবে ঘটল আমাদেরও প্রশ্ন। আমরা চাই দ্রুত সোনার অলংকারগুলো উদ্ধার হোক, চোর ধরা পড়ুক।’

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হাসান জানান, মন্দির কমিটির লোকজন পুলিশকে ঘটনা জানিয়েছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এই মন্দিরটি সনাতম ধর্মাবলম্বী‌দের দেবী সতীর নাসিকা পড়েছিল বলে বিশ্বাস করা হয়ে থাকে। পরে এখানে নদীর নাম হয় সুগন্ধা। হিন্দুধর্মীয় সব পুস্তকে এই মন্দিরটি সতীর অন্যতম পীঠস্থান হিসেবে স্বীকৃত। ২০১৭ সালে ডা. পীযূষ কান্তি দাস ও বলরাম পোদ্দারের উদ্যোগে মন্দিরটি পুনর্নির্মিত হয়।

এ বিভাগের আরো খবর