বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুপুরে হাতকড়াসহ আসামি ছিনতাই, সন্ধ্যায় আটক 

  •    
  • ২ জানুয়ারি, ২০২১ ০০:১১

হাতকড়া পরা অবস্থায় থানায় নেয়ার সময় কয়েকজন নারী পুলিশের উপর হামলা চালায়। এমন সময় টানাহেঁচড়ার মধ্যে পুলিশের হাতে কামড় দিয়ে আটক আসামিদেরকে ছিনিয়ে নেয়।

কক্সবাজারের উখিয়ায় পুলিশের উপর হামলা করে হাতকড়া পরা অবস্থায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

অতিরিক্ত পুলিশের একটি দল ঘটনাস্থলে সড়াশি অভিযান চালিয়ে সন্ধ্যায় পালিয়ে যাওয়া আসামি আলাউদ্দিন ও নুরুল হককে পুনরায় আটক করেছে। শুক্রবার (০১ জানুয়ারি) দুপুরে রত্নাপালং ইউনিয়নের জাফর পল্লান পাড়া গ্রামে এঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ সঞ্জুর মোর্শেদ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মীর আহমেদ চৌধুরী জানান, উপজেলার রত্না পালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জাফর পল্লান পাড়া গ্রামের আলাউদ্দিনের বাড়িতে দীর্ঘদিন ধরে ইয়াবা বেচাকেনা করে আসছিল বলে অভিযোগ পায় পুলিশ। শুক্রবার দুপুরে উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আলাউদ্দিন ও নুরুল হককে আটক করে।

তিনি জানান, পরে হাতকড়া পরা অবস্থায় থানায় নেয়ার সময় কয়েকজন নারী পুলিশের উপর হামলা চালায়। এমন সময় টানাহেঁচড়ার মধ্যে পুলিশের হাতে কামড় দিয়ে আটক আসামিদেরকে ছিনিয়ে নেয়।

খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ৬ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তার করে।

উখিয়া থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ব্যাপারে সরকারি কাজে বাধা ও মাদক আইনে দুটি মামলা হয়েছে।’

অভিযানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য মীর আহমদ চৌধুরীসহ স্থানীয়রা সহযোগিতা করেন।

এ বিভাগের আরো খবর