গাজীপুরে ১১টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় এ সব ইটভাটার মালিককে ৬৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দিনভর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাইনশাইল ও ভাওয়াল মির্জাপুর এলাকায় ফায়ার সার্ভিসের সহযোগিতায় ১১টি অবৈধ ইটভাটার আগুন নিভিয়ে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।
সদর উপজেলার পাইনশাইলের ইটভাটাগুলো হলো আব্দুল আজিজের মেসার্স কাঁচা রস ব্রিকস (কেআরবি), জহিরুল হক পলাশের মেসার্স স্টার ব্রিকস, শরিফুল আলমের ডগরী ব্রিকস (এমএকে-২), আব্দুর রহমান সরকারের মেসার্স আদিব ব্রিকস (এআরসি), মো. বশির আহমেদের বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি), সোহান আহমেদ রিপনের মেসার্স হাজী ব্রিকস (এমএইচবি), নাসিম সিকদারের মেসার্স সোহাগ-বাপ্পি ব্রিকস (এসবিসি) এবং মো. রফিকুল ইসলামের এনআর ব্রিকস (এনআরবি)।
এ ছাড়া ভাওয়াল মির্জাপুর এলাকায় আমীন উদ্দিনের সুইটি ব্রিকস (এসআরবি), আয়নাল হকের আঁখি ব্রিকস (এআর বি) ও ফজলুল হক মুসুল্লির ন্যাশনাল ব্রিকস।
পরে ১১টি ইটভাটার মালিককে ৬ লাখ টাকা করে মোট ৬৬ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন ও মমিন ভূঁইয়া, পরিদর্শক দিলরুবা আক্তার, গাজীপুর র্যাব-১, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা উপস্থিত ছিলেন।