পটুয়াখালীর কুয়াকাটায় পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ পাওয়া গেছে।
বলা হচ্ছে, এতে ২৮ জন আহত হয়েছেন। তাদের কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ বলছে, পৌরসভার ৪নং ওয়ার্ডের মেলাপাড়া এলাকায় গত তিন দিন ধরেই দুই পক্ষে উত্তেজনা চলছে। বৃহস্পতিবার বিকালে সংঘর্ষের পর দুই মেয়র প্রার্থীকে সতর্ক করা হয়েছে।
বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারের অভিযোগ, নির্বাচনি প্রচারে বাধা দিতে বৃহস্পতিবার বিকালে তার সমর্থকদের ওপর হামলা চালায় নৌকার প্রার্থী বারেক মোল্লার সমর্থকরা। এতে তার অন্তত ১৮ নেতাকর্মী আহত হয়েছে।
অভিযোগ অস্বীকার করে আব্দুল বারেক মোল্লা বলেন, হামলা হয়েছে তার নেতাকর্মীদের ওপর। আহত হয়েছেন আট কর্মী।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, গত তিন দিন এলাকায় নির্বাচনি প্রচার নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছে। বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।
ওসি বলেন, ‘এবার দুই প্রার্থীকে সতর্ক করা হয়েছে। ফের সংঘাত হলে ছাড় দেয়া হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশের পক্ষ থেকে যা যা দরকার করা হবে।’
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনে মেয়র পদে লড়ছেন বিএনপি প্রার্থী আব্দুল আজিজ এবং ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল ইসলামও।