চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে ছয় বীর মুক্তিযোদ্ধার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজয় দিবস উপলক্ষে বুধবার বিকেলে বিএসএফের ৫৪ সীমানগর ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট দেবারাজ সিংয়ের নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল সেখানে শ্রদ্ধা জানান।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যান্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।
সেসময় সেখানে ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যান্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান ও উপ-পরিচালক মেজর নিস্তার আহমেদ।
একাত্তরের ৪ ডিসেম্বর রাজাপুর ও মাধবখালী সীমান্তে পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধে শহিদ হন ইপিআর সদস্য হাবিলদার আব্দুল গফুর, নায়েক আব্দুল মালেক, আব্দুর রশিদ, সিপাহী সিদ্দিক আলী, আব্দুল আজিজ ও আবু বকর। তাদের সমাহিত করা হয় সীমান্তের শূন্যরেখায়।
কর্নেল খালেকুজ্জামান জানান তিনি বলেন, ‘বিজয়ের ৪৯ বছরে এই প্রথম তাঁদের সমাধিতে শ্রদ্ধা জানাল বিএসএফ। এতে আমরা গর্বিত ও আনন্দিত।’
বিএসএফের কমান্ড্যান্ট দেবারাজ সিং বলেন, দেশের স্বাধীনতার জন্য বীর সেনাদের আত্মত্যাগে তারাও গর্বিত। তাদের শ্রদ্ধা জানানোর এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।