গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংর্ঘষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক জন।মঙ্গলবার বিকেলে ভোগড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্য এক জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি অটোরিকশা চালক মো. আনিছ।
গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রাফিক সার্জন মো. নাজমুল হাসান নিউজবাংলাকে জানান, তিন যাত্রী নিয়ে কোনাবাড়ি থেকে বোর্ড বাজারের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। ভোগড়া বাইপাস এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। গুরুতর আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। পালিয়ে গেছে হেলপার।