চট্টগ্রাম নগরের উত্তর খুলশী এলাকায় সোমবার একটি পাঁচতলা ভবন পাশের একটি ভবনের ওপর হেলে পড়েছে।
পরিদর্শনে গিয়ে হেলে পড়ার সত্যতা পায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড বিভাগ।
মমতাকুঞ্জ নামে ওই ভবনটির মালিক মমতাজ বেগম।
সিডিএর ইমারত পরিদর্শক প্রিয়তোষ দাশ নিউজবাংলাকে বলেন, ‘প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে আমরা মমতাকুঞ্জ নামে ভবনটি পরিদর্শন করেছি। ভিতে ত্রুটি থাকায় ভবনটি এক দিকে হেলে পড়েছে এবং সামনের অংশ দেবে যাচ্ছে, যা খুবই ঝুঁকিপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘ভবনটি সিডিএ থেকে অনুমোদন নিয়ে গড়ে উঠেছে। তবে সেটি ২০ বছরের পুরনো ভবন। ওই ভবনে দারোয়ান ছাড়া কেউ থাকে না। মঙ্গলবার আবারও ভবনটি পরিদর্শন করা হবে। এরপর বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্নের জন্য সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে। পাশাপাশি ভবনটি সিলগালা করে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।’
এদিকে ভবনটি হেলে পড়ায় প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে পড়েন। যে ভবনের ওপর পাঁচতলা ভবনটি হেলে পড়েছে সেটির মালিক মো. নাফিজ নিউজবাংলাকে বলেন, ‘পাঁচতলা ভবনটি হেলে পড়েছে আমাদের ভবনের ওপর। ওই ভবনের বেলকনিতে ফাটল দেখা গেছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।’