চট্টগ্রামে মোটরসাইকেলে বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এছাড়া আরেক দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছেন।
রোববার দুপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে।
দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পাটানিফুল এলাকায় চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস কক্সবাজারগামী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আরোহী বাবা-ছেলে নিহত হন।
নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার পূর্ব লোহাগাড়া হাজীরপাড়ার সাইফুল ইসলাম (৩৮) ও তার ছেলে মোহাম্মদ জাবেদ (১২)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাইফুল ইসলামের স্ত্রী ডলি আকতার।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছির আরাফাত বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডলি আকতারকে পটিয়ার বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে অবস্থায় ভর্তি করা হয়েছে।’
নিহতরা চট্টগ্রাম নগরের বায়েজিদ ৩নং ওয়ার্ড এলাকায় ভাড়া থাকতেন। তারা তিনজনই মোটরসাইকেলে বাড়িতে যাচ্ছিলেন।
অন্যদিকে বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আরাফাত হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
আরাফাত নোয়াখালীর চরজব্বর এলাকার নুরুন্নবীর ছেলে।
বার আউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘মোটরসাইকেলে নোয়াখালী থেকে চট্টগ্রামে আসার পথে বাঁশবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণে হারিয়ে রাস্তায় পড়ে ওই যুবকের মৃত্যু হয়।’