বগুড়ায় ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয় দেয়া এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে তিনি ভুয়া পরিচয়পত্র দেখিয়ে নানা রকম প্রতারণা করে আসছিলেন।
শনিবার দুপুরে শহরের তিব্বতের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. ইসতিয়াক মাহমুদ অভি (২৪) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পাঁচথিতা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি বগুড়া সদরের সুলতানগঞ্জ এলাকায় বাস করেন।
বগুড়ার সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা নিউজবাংলাকে জানান, এক ব্যাক্তি ভুয়া পরিচয়পত্র দেখিয়ে প্রতারণা করার চেষ্টা করছেন এমন গোপন সংবাদে পুলিশ নগরের তিব্বতের মোড় ও সোনা মিয়া মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় অভিকে দেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
এক পর্যায়ে পুলিশের প্রশ্নের মুখে অভি নিজেকে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক বলে দাবি করেন।
এ সময় তার কাছে থাকা অতিরিক্ত জেলা প্রশাসকের ভুয়া পরিচয়পত্র পুলিশকে দেখান। জিজ্ঞাসাবাদে অভি স্বীকার করেন তিনি আসলে অতিরিক্ত জেলা প্রশাসক নন। মানুষকে প্রতারিত করতে ভুয়া পরিচয়পত্র তৈরি করেছেন তিনি। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
উপপরিদর্শক সোহেল রানা আরও জানান, অভি এক জন ভবঘুরে। কাজ-কর্মের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কিন্তু তিনি কোনো উত্তর দিতে পারেননি। মিথ্যা পরিচয় দেয়ার অভিযোগে অভির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা হয়েছে। বিকেলে তাকে আদালতে তোলা হবে।