নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির ছাত্রী (১৩) ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেলার চৌমুহনী বাজারের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবদুল মতিন উপজেলার চৌমুহনী পৌরসভার বাসিন্দা।
বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, ওই ছাত্রীর মা নোয়াখালী বিসিকে চাকরি করেন। ছাত্রী তার মায়ের সঙ্গে নানার বাসায় থাকেন। শনিবার দুপুরে ওই ছাত্রী বাথরুমে গোসল করতে গেলে পাশের ঘরে থাকা আবদুল মতিন বাথরুমে ঢুকে তাকে ধর্ষণ করেন।
বিষয়টি জানাজানি হলে, সামাজিকভাবে মিমাংসা করার চেষ্টা করা হয়। কিন্তু ছাত্রীর মা মঙ্গলবার বাদী হয়ে মামলা করলে অভিযুক্ত মতিনকে গ্রেফতার করা হয়।
ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, বুধবার মতিনকে আদালতে হাজির করা হবে।