পুলিশ জানিয়েছে, ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর পরই ট্রলির চালক পালিয়েছেন।
ভোলায় মালবাহী ট্রলির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দিন মিরন ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, দুপুরের দিকে মোটরসাইকেলে করে ভোলা শহরের দিকে আসছিলেন মিরন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘ ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর পরই ট্রলির চালক পালিয়েছেন। তাকে ধরার চেষ্টা চলছে।