বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চালের দাম পাঁচ টাকা বেশি চায় মিল মালিকরা 

  •    
  • ২১ নভেম্বর, ২০২০ ২২:২৯

শংকর পাল বলেন, আমন ধানের চাল সংগ্রহে সরকার ২৬ টাকা করে ধান কেনার দর বেঁধে দিয়েছে। মিল মালিকদের কাছ থেকে সরকার ৩৬ টাকা কেজিতে আতপ ও সেদ্ধ চাল ৩৭ টাকা কেজি কেনার দর বেঁধে দিয়েছে।

সরকার মিল মালিকদের কাছ থেকে আমন ধানের প্রতি কেজি সেদ্ধ চাল ৩৭ টাকায় কেনার দর নির্ধারণ করে দিয়েছে। এই দামে চাল বিক্রি করলে লোকসান হবে জানিয়ে কেজিতে আরও সাড়ে পাঁচ টাকা দাম বাড়ানোর দাবি করেছে সিলেট বিভাগীয় রাইস মিল মালিক সমিতি।

শনিবার বিকেলে সুনামগঞ্জ শহরে সিলেট বিভাগীয় রাইস মিল মালিক সমিতির সাধারণ সভায় এ দাবি জানান নেতারা।  

সভায় সিলেট বিভাগীয় রাইস মিল মালিক সমিতির সভাপতি শংকর পাল বলেন, ‘আমন ধানের চাল সংগ্রহে সরকার ২৬ টাকা করে ধান কেনার দর বেঁধে দিয়েছে। মিল মালিকদের কাছ থেকে সরকার ৩৬ টাকা কেজিতে আতপ ও সেদ্ধ চাল ৩৭ টাকা কেজি কেনার দর বেঁধে দিয়েছে।

‘কিন্তু ২৬ টাকা কেজিতে ধান কিনে চাল উৎপাদন খরচ ১ টাকা ৪১ পয়সা হলেও আমাদের খরচ দাঁড়ায় কেজি প্রতি ৪২ টাকা ৬২ পয়সা। আমরা সরকারের কাছে দাবি জানাই মিল মালিকদের কাছ থেকে চাল যেন ৪২ টাকা ৬২ পয়সায় কেনা হয়।’   

তিনি আরও বলেন, ‘সরকার বর্তমানে আমন চাল সংগ্রহের জন্য মিল মালিকদের সঙ্গে ২৬ নভেম্বরের মধ্যে চুক্তি করার সময় বেঁধে দিয়েছে। কিন্তু সিলেট অঞ্চলে অগ্রহায়ণ মাসের শুরু হয়েছে ও কৃষক ভাইয়েরা অগ্রহায়ণ মাসের ১৫ দিন পর ধান কাটা শুরু করেন সেজন্য আমরা চুক্তির সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর জন্য সরকারের কাছে অবেদন জানাচ্ছি।’

সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর সাব্বির আহমেদের পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় রাইস মিল মালিক সমিতির সহসভাপতি সাব্বির আহমেদ চৌধুরী, সহসাধারণ সম্পাদক শাহানুর রশিদ প্রমুখ।

 

এ বিভাগের আরো খবর