হবিগঞ্জে ডাল কাটতে গাছে উঠে বিদ্যুৎস্পর্শে বিল্লাল হুসেন (৪০) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে হবিগঞ্জ পুলিশ লাইনে ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
বিল্লাল হুসেনের বাড়ি কুষ্টিয়া জেলায়। ১০ বছর ধরে তিনি হবিগঞ্জ পুলিশ লাইনে বাগান পরিচর্যার কাজ করছিলেন।
হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, বিল্লাল সকাল থেকেই পুলিশ লাইনের ভেতরে গাছের ডাল কাটছিলেন। অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারের স্পর্শে গাছের উপর থেকে ছিটকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালে গিয়ে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা তিনি বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। পুলিশের পক্ষ থেকে বিল্লাল হুসেনের পরিবারকে সহায়তা করা হবে।’