রোববার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে৷
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অ্যাম্বুলেন্সের চাপায় রিপন হাওলাদার নামের এক পথচারী নিহত হয়েছেন।
রোববার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে৷
নিহত রিপনের বাড়ি পাশের নলছিটি উপজেলার কুশাঙ্গাল ইউনিয়নের বাউবহাল গ্রামে। তিনি শ্রমিক ছিলেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম নিউজবাংলাকে জানান, অ্যাম্বুলেন্সটি পটুয়াখালী থেকে রোগী নিয়ে বরিশাল যাচ্ছিল। পথে বোয়ালিয়া ব্রিজের ঢালে রিপনকে চাপা দেয়।
এ ঘটনায় অ্যাম্বুলেন্সটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।