বিপন্ন প্রাণী গন্ধগোকুল অবমুক্ত হয়েছে যশোরে।
সদর উপজেলার মধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় বৃহস্পতিবার রাতে গ্রামবাসী হাতে প্রাণীটি ধরা পড়ে।
শুক্রবার সকাল দশটার দিকে বাহাদুরপুর বনে প্রাণীটিকে ছেড়ে দেয়া হয়। এ সময় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোফরাদ হোসেন অলিন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষক মোফরাদ বলেন, স্বভাবে শান্ত গন্ধগোকুল সাধারণত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াতে বেশি দেখা যায়। এরা ইঁদুর ও ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষককে সহায়তা করে।
যশোর জেলা ফরেস্টার মামুন অর রশিদ বলেন, গন্ধগোকুল বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। পুরোনো গাছ, বন-জঙ্গল কমে যাওয়ায় দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে। তালের রস বা তাড়ি পান করে বলে প্রাণীটি তাড়ি বা টডি বিড়াল নামেও পরিচিত।