বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যশোর পৌরসভা নির্বাচন বর্জন বিএনপির 

  •    
  • ১৮ মার্চ, ২০২১ ২২:৫৩

‘এটা আমার একার সিদ্ধান্ত নয়, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত। সেই অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’

যশোর পৌরসভার সাধারণ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মারুফুল ইসলাম মারুফ।

বৃহস্পতিবার সকালে যশোর প্রেসক্লাবে জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

যশোর পৌরসভা নির্বাচনে তিনি দলের মনোনয়ন নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৩১ মার্চ।

মারুফুল ইসলাম মারুফ বলেন, ‘এটা আমার একার সিদ্ধান্ত নয়, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত। সেই অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’

সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। দেশের চলমান পৌরসভা নির্বাচনের মাধ্যমে এটি স্পষ্ট। এ কারণেই বিএনপি এ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকনসহ আরও অনেক নেতা।

এ বিভাগের আরো খবর