করোনা পরিস্থিতির মধ্যেও বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে ভোর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জড়ো হন নানা শ্রেণি পেশার মানুষ। দিনভরই চলে আনাগোনা।
দর্শনার্থীদের করোনার সংক্রমণ থেকে সুরক্ষায় সেখানে মাস্ক বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করেছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা।
স্মৃতিসৌধের প্রবেশপথে বসানো হয় জীবাণুনাশক টানেল। এছাড়া হাত জীবাণুমুক্ত করার ব্যবস্থাও রাখা হয়।
দর্শনার্থীদের মাস্ক পরাও নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবীরা। বিনামূল্যে দেয়া হয়েছে মাস্কও। এছাড়া সচেতনতামূলক মাইকিং করা হয়েছে।
যুব রেড ক্রিসেন্টের উপ যুব প্রধান-২ জাহিদুল ইসলাম জানান, ৩০ জন স্বেচ্ছাসেবী সৌধ গেটের দুই পাশে দাঁড়িয়ে সেবা দিয়েছেন। বেশিরভাগ মানুষই মাস্ক ব্যবহার করেনি। তাদের সচেতন করার পাশাপাশি সাড়ে তিন হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
জীবাণুনাশক হিসেবে নিজেদের তৈরি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হয়েছে বলে জানান জাহিদুল।