শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীকে ৩১ আগস্টের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা: ৪টি।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
২. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান।
পদের সংখ্যা: ১টি।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
৩. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা: ১৮টি।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
৪. পদের নাম: স্টোরকিপার।
পদের সংখ্যা: ৩টি।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/এইচএসসি পাস
৫. পদের নাম: ওয়ার্ড মাস্টার।
পদের সংখ্যা: ৯টি।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/এইচএসসি পাস এবং কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা।
৬. পদের নাম: লিনেন কিপার।
পদের সংখ্যা: ২টি।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/এইচএসসি পাস এবং কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা।
৭. পদের নাম: টেলিফোন অপারেটর।
পদের সংখ্যা: ৩টি।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/এইচএসসি পাস এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
৮. পদের নাম: ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার।
পদের সংখ্যা: ৪টি।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) উত্তীর্ণ।
১ আগস্ট ২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছর হতে হবে। তবে, বীর মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বছর এবং বীর মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যা প্রার্থীর ক্ষেত্রে ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
বিভাগীয় চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদনপত্র পূরণের সময় বিভাগীয় প্রার্থীদের জন্য নির্ধারিত ঘরে টিক দিতে হবে। বিভাগীয় প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদের মূল কপি জমা দিতে হবে।
উল্লেখ্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর বা পরিদপ্তর বা দপ্তর-এর রাজস্ব খাতে সৃষ্ট পদে ২ বছর স্থায়ী বা অস্থায়ীভাবে চাকরিরত প্রার্থীরা বিভাগীয় প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
সমাপ্ত উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব বাজেটের পদে নিয়োগের ক্ষেত্রে বয়স শিথিলকরণ বিধিমালা অনুযারী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট স্থাপন প্রকল্পে চাকরিরতদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত কোনো পদে বর্ণিত সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।
নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটাসংক্রান্তসহ অন্যান্য বিধিবিধান এবং পরবর্তীতে এ-সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উল্লিখিত সনদসমূহের মূল কপি প্রদর্শন ও সত্যায়িত ফটোকপি কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে।
প্রার্থীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের জন্য এখানে ক্লিক করুন।
আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ থেকে ৮ নং পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।