গ্রাম বিকাশ কেন্দ্র শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ১৫ আগস্টের মধ্যে ডাকে অথবা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম উপপরিচালক।
পদের সংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। বিভাগ কার্যক্রম। বেতন ৮১,৩৫২ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৪৫ বছর।
প্রার্থীকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অঞ্চলিক অথবা জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্রঋণ কর্মসূচিতে অথবা বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ২০০ কোটি টাকা ঋণস্থিতি নিয়ে কার্যক্রম পরিচালনাসহ সংশ্লিষ্ট পদে ৫ বছর ও মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোটরসাইকেল চালানোর দক্ষতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
প্রার্থীকে জীবনবৃত্তান্ত, সকল সনদপত্র, নাগরিকত্ব ও জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল ফোন নম্বরসহ আবেদনপত্র পাঠাতে হবে।
ঠিকানা: উপপরিচালক, এইচআর অ্যান্ড অ্যাডমিন, গ্রাম বিকাশ কেন্দ্র, হলদিবাড়ী, পার্বতীপুর, দিনাজপুর-৫২৫০।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।