বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অস্থায়ী পদে জনবল নিচ্ছে বাংলাদেশ পুলিশ একাডেমি

  •    
  • ১৮ জুলাই, ২০২১ ১৩:৪৯

সরাসরি ও কার্যালয়ে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। মিথ্যা, ভুয়া, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও দেরিতে প্রাপ্ত দরখাস্তসমূহ বাতিল বলে গণ্য হবে।

বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর কার্যালয়ের শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আগ্রহী প্রার্থীকে ২৫ আগস্টের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম ক্যাশিয়ার।

পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। চাকরির ধরন অস্থায়ী।

প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।

২. পদের নাম গ্রন্থাগারিক সহকারী কাম-ক্যাটালগার।

পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। চাকরির ধরন অস্থায়ী।

প্রার্থীকে উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গ্রন্থাগারের কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরম পেতে এখানে ক্লিক করুন।

প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, নাগরিকত্বের সনদের কপি, ৩ কপি পাসপোর্ট আকারের ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে। সব কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করা হতে হবে।

প্রতি পদের জন্য ১০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ১-২২১১-০০০০-২০৩১ নম্বর কোডে জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে নিজ ঠিকানা-সংবলিত ১৫ টাকার ডাকটিকিট যুক্ত ৯.৫ X ৪ ইঞ্চি মাপের দুইটি ফেরত খাম দিতে হবে।

২০২১ সালের ২৫ আগস্ট প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রিন্সিপালের কার্যালয়, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী।

সরাসরি ও কার্যালয়ে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। মিথ্যা, ভুয়া, অসম্পূর্ণ, ক্রটিপূর্ণ ও দেরিতে প্রাপ্ত দরখাস্তসমূহ বাতিল বলে গণ্য হবে।

বিজ্ঞপ্তিটি দেখতে এবং আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন।

এ বিভাগের আরো খবর