বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটিতে নিয়োগ

  •    
  • ১৭ জুলাই, ২০২১ ১৩:১৩

প্রার্থীদের পরীক্ষার দিন ২০০ টাকা পরীক্ষার ফি (অফেরতযোগ্য) নগদ প্রদান করে নির্বাচনী (লিখিত, মৌখিক অথবা উভয়) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

সহকারী হিসাবরক্ষক কাম স্টোর কিপার পদে জনবল নিচ্ছে ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস)। আগ্রহী প্রার্থীকে ৩১ জুলাইয়ের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম সহকারী হিসাবরক্ষক কাম স্টোর কিপার।

পদের সংখ্যা ১টি। চাকরির ধরন পূর্ণকালীন। বেতন ৮,০০০-১০,০০০ টাকা।

সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নিয়োগপ্রাপ্ত প্রার্থী সংস্থার শিক্ষা সেক্টরের রেভারেন্ড পলস্ হাইস্কুলের হিসাব ও স্টোর-সংক্রান্ত কাজের জন্য সহকারী হিসাবরক্ষক কাম স্টোর কিপার নিয়োজিত হবেন।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে যেসব দায়িত্ব পালন করতে হবে সেগুলো হলো...

ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করে হিসাব বিভাগে জমা দেওয়া ও তার তালিকা প্রস্তুত করে জমা দিয়ে মানি-রসিদ নেওয়া।

ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কাজে সহায়তা করা।

চলতি মাসের এইচওবি এর ছাত্রীদের তালিকা প্রস্তুত করে এইচওবি এর হিসাব বিভাগে জমা দেওয়া।

চলতি মাসের মালামাল ক্রয়ের রিকুইজিশন প্রস্তুত করে মাসের ২৮ তারিখে হিসাব বিভাগে জমা দেওয়া।

স্টোরের মালামাল যথানিয়মে রেজিস্টারে পোস্টিং দেওয়া।

মালামাল আসার পর বা ক্রয়ের পর স্টোর এন্ট্রি দিয়ে স্টোর এন্ট্রিসহ বিল হিসাব বিভাগে দেওয়া।

আদায় রেজিস্টার আপডেট রাখা।

বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ভর্তি ফরম বিক্রি করার ও শিশু ভর্তির কাজে সহায়তা করা।

স্থায়ী সম্পদের ক্ষেত্রে নাম্বারিংসহ স্টোর এন্ট্রি দিয়ে বিল দেওয়া।

নির্দিষ্ট দিনে ইনডেন্ট অনুযায়ী শিক্ষকদের মাঝে শিক্ষা উপকরণ (খাতা, কলম, পেনসিল ইত্যাদি) বিতরণ করা।

বিশেষ করে খাতা-কলম দেওয়ার সময় পুরাতন কলম জমা নিতে হবে।

মালামাল আনা ও দেওয়া বা অন্য অফিসে পাঠানোর সময় যথানিয়মে সমস্ত মালামাল রেজিস্টারভুক্ত করা।

স্কুলের সব সম্পত্তির সিরিয়াল নম্বর দেওয়া।

কোনো সম্পত্তি নষ্ট হলে কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় মেরামত করার ব্যবস্থা নেওয়া।

চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে ভর্তি করা কাজে সহায়তা করা।

প্রতিবছর স্কুলে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যমাত্রা পূরণ করতে সহযোগিতা করা।

প্রতি মাসে ক্যাশ রিকুইজিশন-এ সংশ্লিষ্ট হিসাব বিভাগকে সহযোগিতা করা।

প্রয়োজনীয় ফটোকপি করা ও রেজিস্টার মেইনটেইন করা।

লিভ রেজিস্টারের সঙ্গে সম্পর্কিত সব কাজ যথাযথভাবে সম্পন্ন করা।

অফিস নির্দেশ জানা ও মানা।

এ ছাড়াও সংস্থার স্বার্থে ও কর্তৃপক্ষের নির্দেশে যেকোনো দায়িত্ব পালন করা।

প্রার্থীকে স্নাতক অথবা স্নাতকোত্তর হতে হবে। অ্যাকাউন্টস এবং স্টোর বিষয়ে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে পারবে সর্বোচ্চ ৪৫ বছর।

অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। সরকার ঘোষিত সব দিবস উদযাপনে অংশগ্রহণ করতে হবে। প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করার মানসিকতা থাকতে হবে। কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেটে দক্ষ হতে হবে। প্রার্থীকে অবশ্যই সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে । শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে। প্রয়োজন অনুসারে সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

নিয়োগপ্রাপ্ত প্রার্থী খুলনায় কাজ করবেন। বছরে ৩০ দিন ছুটি (১৮ দিন নৈমিত্তিক ও ১২ দিন অসুস্থতাজনিত) এবং বছরে ৬ দিন ছুটি রিজার্ভ করা যাবে, যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান করা হবে। এ ছাড়া মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ ১টি উৎসব ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল, বিমা সুবিধা, পিএফ, গ্র্যাচুয়িটি সুবিধা ও জ্বালানি বিল প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও আবেদনপত্রের সঙ্গে ২ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙিন ছবিসহ আবেদন করতে হবে।

সঙ্গে সব কাগজপত্র (জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র) এর সত্যায়িত ফটোকপি দিতে হবে।

ঠিকানা: পরিচালক, এইচআরএম অ্যান্ড পিএমইএল, সিএসএস প্রধান কার্যালয়, ৮২, রূপসা স্ট্র্যান্ড রোড, নতুন বাজার, খুলনা।

প্রার্থীদের পরীক্ষার দিন ২০০ টাকা পরীক্ষার ফি (অফেরতযোগ্য) নগদ প্রদান করে নির্বাচনি (লিখিত, মৌখিক অথবা উভয়) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ সঅথবা ডিএ প্রদান করা হবে না ।

যেসব প্রার্থীর আত্মীয় সিএসএসে কর্মরত রয়েছে, তাদের আবেদন না করার জন্য উৎসাহিত করা যাচ্ছে ।

সীমিতসংখ্যক প্রার্থীদের নির্বাচনি পরীক্ষার জন্য আহ্বান করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলে প্রার্থীকে অযোগ্য হিসাবে বিবেচনা করা হবে। সিএসএস কোনো কারণ ব্যতিরেকে যে কোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার রাখে ।

এ বিভাগের আরো খবর