বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

  •    
  • ১৪ জুলাই, ২০২১ ১০:৪৬

পদের নাম জুনিয়র কনসালট্যান্ট (এনেশথিওলজি)। পদের সংখ্যা ৪০৯টি।

পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) বাংলাদেশ সরকাররি কর্ম কমিশন, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ১৮ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

ক্যাডারের নাম বিসিএস (স্বাস্থ্য)।

পদের নাম জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেশথিওলজি)।

পদের সংখ্যা ৪০৯টি।

প্রার্থীকে বিএমডিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি এবং সহকারী সার্জন হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।

চাকরির গ্রেড ৬। বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

বিজ্ঞাপনে বর্ণিত পদের জন্য কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না।

কোনো প্রার্থী বিদেশ থেকে তার অর্জিত কোনো ডিগ্রি উল্লিখিত পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতার সমমানের সপক্ষে বিএমডিসি কতৃর্ক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে জমা দিতে হবে।

উক্ত ইকুইভ্যালেন্স সনদের মূলকপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই উপস্থাপন করত হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।

আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ২৭ জুলাই ২০২১, রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে কেবল প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ ২৮ জুলাই ২০২১ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসএমএসের মাধ্যমে (বিজ্ঞাপনের ১০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে) ফি জমা দিতে পারবেন।

নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার অযোগ্য বলে বিবেচিত হবেন।

প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিকলারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সব তথ্য সঠিক এবং সত্য।

প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার আগে বা পরে এমনকি নিয়োগের পরে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল এবং কমিশন কর্তৃক গৃহীতব্য যেকোনো নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণাসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

প্রদত্ত ডিকলারেশন অনুযায়ী ওয়েবসাইট থেকে স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড করে সাময়িকভাবে প্রবেশপত্র গ্রহণ করতে হবে।

পরবর্তী সময়ে উল্লিখিত কোনোরূপ অযোগ্যতা অথবা দুর্নীতি প্রমাণিত হলে সাময়িকভাবে প্রাপ্ত প্রবেশপত্র ও প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

অনলাইনে ফরম পূরণের জন্য এখানে এবং বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

এ বিভাগের আরো খবর