লোন অ্যান্ড সেভিংস অফিসার পদে জনবল নিচ্ছে মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)। আগ্রহী প্রার্থীকে ৩১ জুলাইয়ের মধ্যে ডাকে, কুরিয়ারে অথবা হাতে হাতে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম লোন অ্যান্ড সেভিংস অফিসার (এমএসএমই)।
পদের সংখ্যা ৩০টি।
প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি অথবা বিভাগ গ্রহণযোগ্য নয়।
বয়স হতে পারবে সর্বোচ্চ ৩৫ বছর।
স্থায়ীকরণের পর বেতন ২৫,০০০-৩০,০০০ টাকা।
চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস ও ইনসেনটিভ বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা অনুদান, মৃত্যু/দুর্ঘটনাজনিত (বিমা সুবিধার ন্যায়) আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি, বাইসাইকেল/মোটরসাইকেলের সুদবিহীন ঋণসুবিধাসহ সংস্থার বিধিমোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
সব পদে শিক্ষানবিশকাল ৬ মাস। তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে সব পদে শিক্ষানবিশকাল হ্রাস বা বৃদ্ধি করা হতে পারে।
প্রার্থীকে সংস্থার যেকোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে।
ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র উদ্যোগ বা মাইক্রো এন্টারপ্রাইজ ঋণ কার্যক্রমে মাঠকর্মী অথবা সমপদে ন্যূনতম দুই বছর অভিজ্ঞতাসহ ঋণ কার্যক্রমে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে ৩ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীদের মোটরসাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এ ছাড়া কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা বাধ্যতামূলক।
যোগদানের সময় প্রার্থীর জন্য মা/বাবা/আপন ভাই/বোন/নিকটতম আত্মীয় দ্বারা (কমপক্ষে একজন) জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে।
চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী প্রার্থীকে ১৫,০০০ টাকা (সংস্থা ত্যাগকালে লভ্যাংশসহ ফেরতযোগ্য) জামানত বা সিকিউরিটি হিসাবে প্রদান করতে হবে।
আগ্রহী প্রার্থীকে বর্তমান অথবা সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি, পূণার্ঙ্গ জীবনবৃত্তান্ত ও সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদন করতে হবে।
ঠিকানা: নির্বাহী পরিচালক, মানবিক সাহায্য সংস্থা (এমএসএস), ২৯, পশ্চিম পান্থপথ (৪র্থ তলা) ঢাকা-১২০৫।
আবেদনপত্র সরাসরি, ডাক অথবা কুরিয়ার যোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
শুধু বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
চাকরির জন্য কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে।
এমএসএস সব নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা অবলম্বন করে এবং বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে কোনো প্রকার লেনদেন করে না।
এমএসএস কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন অথবা সংযোজনসহ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।