শাখা ব্যবস্থাপক পদে জনবল নিচ্ছে গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। আগ্রহী প্রার্থীকে ১৬ জুলাইয়ের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম শাখা ব্যবস্থাপক।
পদের সংখ্যা ১০০টি।
মাসিক বেতন সর্বসাকুল্যে ৩৪,৭৩৪ টাকা। সঙ্গে মোটরসাইকেলের জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চভাতা ও সিপিএফ পাবেন। এ ছাড়া ফ্রি একক আবাসন সুবিধা থাকবে।
প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
বয়স হতে পারবে সর্বোচ্চ ৪০ বছর।
ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম ১ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীকে বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার আগ্রহ থাকতে হবে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে পরিকল্পনা ও বাজেট প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে।
কর্ম এলাকা নির্বাচন, সমিতি পরিদর্শন, ঋণ প্রস্তাব যাচাই ও অনুমোদন করতে হবে।
মিটিং, বকেয়া আদায়, বৈকালিক ফিল্ড ভিজিট ও সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
রিপোর্টিং ও মাসিক সভায় অংশগ্রহণ করতে হবে।
শাখার কার্যক্রম, অর্থ ও হিসাব এবং কর্মী ব্যবস্থাপনাসংক্রান্ত সার্বিক কাজের দায়িত্ব পালন করতে হবে।
অধীনস্থদের কাজের তদারকি, তাদের নিয়ে সাপ্তাহিক মিটিং পরিচালনা এবং কাজের সমন্বয় করতে হবে।
সঞ্চয় ও ঋণের জন্য সদস্য নির্বাচনে সহায়তা করা। মাঠ পর্যায়ের ঋণ আদায়ে ফিল্ড অফিসারদের সহযোগিতা প্রদান করতে হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্যাশ-ইন-হ্যান্ড প্রবণতা রোধ করা এবং নিয়মিত ব্যাংকে টাকা জমা নিশ্চিত করতে হবে।
শাখা পর্যায়ের সকল রেকর্ডপত্র, সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা বিধান করতে হবে।
স্থানীয় প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক রাখা এবং সংস্থার প্রতিনিধিত্ব করতে হবে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থী বেতনের পাশাপাশি ৩টি উৎসব ভাতা, যাতায়াত, দূরত্বভাতা, সিটি অ্যালাউন্স, লিভ এনক্যাশমেন্ট এবং দুর্ঘটনাজনিত বিমা সুবিধা পাবেন।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
প্রার্থীকে পূর্ণ জীবনবৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন, ২ জন পরিচয় প্রদানকারীর (আত্মীয় নন এমন ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও পেশা) নামসহ আবেদন করতে হবে।
ঠিকানা: সহকারী পরিচালক (মানবসম্পদ বিভাগ), গ্রাম উন্নয়ন কর্ম (গাক), গাক টাওয়ার, বনানী, বগুড়া।