পানিসম্পদ পরিকল্পনা সংস্থা শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ৫ আগস্টের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ১৩। বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর। চাকরির ধরন স্থায়ী।
প্রার্থীকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
২. পদের নাম সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ১৪। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর। চাকরির ধরন স্থায়ী।
প্রার্থীকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
৩. পদের নাম গাড়িচালক (লাইট)।
পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর। চাকরির ধরন স্থায়ী।
প্রার্থীকে বৈধ লাইসেন্সসহ গাড়ি চালানোর ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৪. পদের নাম পরিচ্ছন্নতা কর্মী।
পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ২০। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর। চাকরির ধরন স্থায়ী।
প্রার্থীকে পঞ্চম শ্রেণি পাস অথবা পেশাদার ঝাড়ুদার হতে হবে।
প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরম পেতে এখানে ক্লিক করুন।
আবেদনপত্রের সঙ্গে ৫০০ টাকার এমআইসিআর নম্বরযুক্ত ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
২০২১ সালের ৫ আগস্ট প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি অথবা সমমানের জিপিএ থাকলে আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সচিব, ওয়ারপো, য়োরপো ভবন, ৭২, গ্রিন রোড, ঢাকা-১২১৫।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।