আইসিইউ নার্স/রেসপিরেটরি থেরাপিস্ট পদে জনবল নিয়োগ দিচ্ছে সিনিয়র সিটিজেন হসপিটাল লিমিটেড। আগ্রহী প্রার্থীকে ২২ জুলাইয়ের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম আইসিইউ নার্স/রেসপিরেটরি থেরাপিস্ট।
পদের সংখ্যা উল্লেখ করা হয়নি। চাকরির ধরন পূর্ণকালীন। বেতন নির্ধারণ করা হবে আলোচনার মাধ্যমে।
প্রার্থীকে নার্সিং সায়েন্সে ডিপ্লোমা পাস হতে হবে। আইসিইউ ম্যানেজমেন্টে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে রোগী পর্যবেক্ষণ ও প্রতি ঘণ্টায় মূল্যায়ন করতে হবে। জরুরি রোগী ব্যবস্থাপনা, রোগী এদিক-ওদিক করা ও ত্বক ঠিক আছে কি না দেখতে গবেষণা করা ও অডিয়েন্স ডিফাইন করা, ভেন্টিলেটর ম্যানেজমেন্ট, ওষুধ পরিচালনা, রোগীকে ও পরিবার সদস্যদের আবেগপ্রবণ সহায়তা প্রদান করতে হবে।
এ ছাড়া জটিল বিষয় নিয়ে আলোচনা করা ও প্রতিটি সম্ভাব্য সেবা প্রস্তুত করা, বিছানার পাশে থেকে পরিচর্যা করা, হাসপাতাল নিয়ম অনুসারে রোগীর জিনিসপত্রের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। যোগদানের সময়ে কাজের আরও বিস্তারিত তালিকা দেয়া হবে।
প্রার্থীকে পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আপডেট সিভি পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সিনিয়র সিটিজেন হসপিটাল, হাউস-৮, রোড-৮, ব্লক-জে, বারিধারা, ঢাকা-১২১২।
ই-মেইল: hr@seniorcitizenhospital.com
ই-মেইলের সাবজেক্ট ঘরে ও খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে।