ডেলিভারিম্যান/ফ্রিলেন্সার সাইকেল রাইডার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আজকেরডিল ডটকম। আগ্রহী প্রার্থীকে ২২ জুলাইয়ের মধ্যে যেকোনো দিন ওয়াকইন ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে।
পদের নাম ডেলিভারিম্যান/ফ্রিলেন্সার সাইকেল রাইডার।
পদের সংখ্যা ২০টি।
প্রার্থীকে ঢাকার মিরপুর, রামপুরা, ইসলামপুর, গুলিস্তান, নিউমার্কেট, উত্তরা, যাত্রাবাড়ী এলাকায় কাজ করতে হবে।
প্রার্থীকে সাইকেল চালিয়ে পণ্য সংগ্রহ করে এবং গ্রাহক ও মার্চেন্টদের ডেলিভারি করতে হবে। প্রতিদিন কমপক্ষে ২০ থেকে ২৫টি কাস্টমারকে পণ্য ডেলিভারি বা কালেকশন করতে হবে।
চাকরির ধরন চুক্তিভিত্তিক। প্রার্থীর নিজস্ব বাইসাইকেল অথবা মোটরসাইকেল থাকতে হবে।
এসএসসি এবং এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ২১ থেকে ২৬ বছরের মধ্যে। শুধু পুরুষরা আবেদন করতে পারবেন।
ফুডপান্ডা, সহজ, পাঠাও বা ডেলিভারি কোম্পানিতে কাজে অভিজ্ঞ হতে হবে। স্মার্টফোন থাকতে হবে এবং অপারেট করতে দক্ষ হতে হবে।
স্মার্টফোন এবং নিজস্ব মোটরসাইকেল না থাকলে আবেদনের প্রয়োজন নেই।
বাংলা ও ইংরেজিতে মৌলিক জ্ঞান থাকতে হবে। হতে হবে উদ্যমী এবং স্মার্ট। প্রার্থীকে এনআইডি অথবা পাসপোর্টের কপি জমা দিতে হবে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থী প্রতিদিন ১৫০ টাকা ফিক্সড অ্যালাউন্স পাবেন। সঙ্গে প্রতি ডেলিভারি বা কালেশনে ৩০ টাকা করে কমিশন দেয়া হবে।
প্রার্থী যদি ঢাকার বাইরে থাকেন, নিজস্ব সাইকেল না থাকে, ইন্টারভিও দিতে না আসতে পারেন তাহলে অনুগ্রহ করে কল বা আবেদন করার প্রয়োজন নেই।
সরাসরি সাক্ষাতের জন্য আপনার ১টি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, ১ কপি পাসপোর্ট সাইজ ছবিসহ নিচের ঠিকানায় যোগাযোগ করতে হবে।
ঠিকানা: প্লট নং ৭/৭, ব্লক সি, চতুর্থ তলা, লালমাটিয়া, ঢাকা।
প্রয়োজনে কল করুন: ০১৮৪৪৪৮৭৬২৭
সাক্ষাতের সময়: শনি থেকে বৃহস্পতিবার, দুপুর ১টা থেকে বিকাল ৩টা।