বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাকরির ভাইভা পরীক্ষার টিপস

  • জুবায়ের আহম্মেদ   
  • ৬ জুলাই, ২০২১ ১৩:২৮

ভাইভার আগের দিন পড়াগুলো রিভিশন দিন। তবে বেশি রাত করা যাবে না। আগেই ঘুমিয়ে পড়ুন। সম্ভব হলে রাত ১০টার মধ্যে বিছানায় যান।

নিয়োগ পরীক্ষায় ভাইভা একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে প্রার্থীর মেধার পাশাপাশি আচার-আচরণ, পোষাক এমনকি প্রত্যুৎপন্নমতিতা পর্যবেক্ষন করা হয়।

তবে আমরা অনেকেই ভাইভা নিয়ে দুঃশ্চিন্তা করি। কীভাবে কী করবেন, কী পোশাকে যাবেন-এরকম নানা প্রশ্ন জাগে আমাদের মনে।

জনতা ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার ও ৩৮ তম বিসিএস (সাধারন শিক্ষা) ক্যাডার মো. মেহেদি হাসান আপনাদের জন্য ভাইভা বোর্ডের কিছু টিপস দিয়েছে।

ভাইভার আগের দিন পড়াগুলো রিভিশন দিন। তবে বেশি রাত করা যাবে না। আগেই ঘুমিয়ে পড়ুন। সম্ভব হলে রাত ১০টার মধ্যে বিছানায় যান। ঘুম থেকে উঠে গোসল সেরে নিন। তাতে আপনাকে ফ্রেশ লাগবে।

অব্যশই ফরমাল ড্রেসে যাবেন। আগের রাতে ঠিক করে নিন কী পরবেন। ছেলেরা হালকা রংয়ের যেকোনো ফুলহাতা শার্ট পরতে পারেন। প্যান্টের ক্ষেত্রে কালো, নেভি ব্লু, অ্যাশ কালার বেছে নিতে পারেন। জিন্স প্যান্ট এবং ফতুয়া এড়িয়ে চলুন। বেল্ট এবং জুতার ক্ষেত্রে কালো অথবা চকলেট কালার বেছে নিন। আর শীতকালীন সময়ে স্যুট টাই পড়তে পারেন।

মেয়েরা শাড়ি, স্যালোয়ার-কামিজ অথবা শার্ট প্যান্ট পরতে পারেন। অতিরিক্ত রঙচঙা পোষাক পরিহার করুন। ঠোঁটে হালকা রঙের লিপিস্টিক দিতে পারেন।

সময় মতো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। ভাইভা বোর্ডে অনুমতি নিয়ে প্রবেশ করে প্রথমে সালাম বা আদাব দিবেন। বসতে বললে বসবেন। বসতে বলার আগ পর্যন্ত বসবেন না। অনেকক্ষণ হয়ে হয়ে গেলে আপনি বলতে পারেন, ‘আমি কি বসতে পারি, স্যার। অনুমতি দিলে অবশ্যই ধন্যবাদ জানাবেন।

বোর্ডে বাংলায় প্রশ্ন করলে বাংলায় উত্তর দিবেন আর ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতে। কোনো বিষয়ে ভাইভা বোর্ডের সাথে তর্ক করতে যাবেন না। মতাদর্শিক প্রশ্ন হলে টেকনিক্যালি উত্তর দিবেন। বিভিন্ন গানিতিক হিসাবের প্রশ্ন করলে ভালোভাবে চিন্তা বা ক্যালকুলেশন করে উত্তর দিবেন। তাই বলে অতিরিক্ত কালক্ষেপন করবেন না। উত্তর না দিতে পারলে সরি বলতে হবে। উত্তর না জানলে এমন ভান করবেন না যেন আপনি উত্তরটা জানেন।

স্যারদের দিকে তাকিয়ে কথা বলতে হবে। অন্য দিকে তাকিয়ে উত্তর দেয়া যাবে না। অবশ্যই শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তর মাথা খাটিয়ে দিবেন যাতে করে পাল্টা প্রশ্ন করলে উত্তর দিতে পারেন। মিথ্যা কোনো তথ্য দিবেন না। অবশ্যই সর্বোচ্চ মার্জিতভাবে কথা বলবেন। আত্মবিশ্বাস ধরে রাখবেন। ভাইভা শেষে উঠে আসার সময় ধন্যবাদ এবং সালাম দিয়ে কক্ষ ত্যাগ করবেন।

এ বিভাগের আরো খবর