শূন্য পদে ড্রাইভার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আগ্রহী প্রার্থীকে ২৮ জুলাইয়ের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম ড্রাইভার।
পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে। হালকা যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
ঢাকা ও চাঁদপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
২০২১ সালের ১ জুলাই প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন।
আবেদনপত্রের সঙ্গে ১০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ১-০৯০১-০০০১-২০৩১ নম্বর কোডে জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সভাপতি, বিভাগীয় নির্বাচন কমিটি ও অতিরিক্ত সচিব (প্রশাসন ও সমন্বয়), অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, ভবন নং-১১, কক্ষ নং-১৬১৭, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।